শিক্ষার মান উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
বিজ্ঞানের অগ্রগতির ফলে বিশ্বজুড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ হিসেবে বিবেচিত হয়েছে। তথ্য ও যোগাযোগ ব্যবহারের সক্ষমতা দ্বারাই একটি বা রাষ্ট্রের ক্ষমতা। বাংলাদেশ সরকারের অন্যতম রুপরেখা হিসবে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠন করাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রথমেই প্রয়োজন একটি শিক্ষিত দেশ ও প্রযুক্তিগত শিক্ষা। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বমানের শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরী শিক্ষা ক্ষেত্রে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ঘটিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটানোর প্রয়াস চালানো হচ্ছে।
পেজ সূচীপত্র:
অনলাইন ভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অতীত অবস্থা
শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বর্তমান অবস্থা
তথ্য প্রযুক্তি সম্বন্ধে জানা ও আয়ত্ব করা
তথ্য প্রযুক্তি সহায়ক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা
শিক্ষার মান উন্নয়নে তথ্য প্রযুক্তির ভবিষ্যৎ চ্যালেঞ্জ
ভবিষ্যতে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় ও সুপারিশ
তথ্য বাংলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ Information এবং প্রযুক্তি বাংলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Technology . কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া সিস্টেম, মোবাইল ফোন, টেলিযোগাযোগ, রেডিও এবং টেলিভিশন ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই , একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবহন এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তিতে দক্ষতা আনতে হবে।
অনলাইন ভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির অনেক অবদান । অনলাইনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে ঘরে বসে এমনকি বিশ্বের যে কোন স্থান থেকে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা বিষয়ক সমস্ত কাজগুলো পরিচালনা করতে পারবে।শিক্ষকদের লেকচারগুলো ওয়াবসাইটে আপলোড করে সরবরাহ করা হচ্ছে। পাঠ্য বইগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। সনাতন পদ্ধতিতে না পড়িয়ে এখন মাল্টিমিডয়া ক্লাশরুমের সুবিধা যুক্ত হওয়ায় ছাত্ররা সহজে শিক্ষা ব্যবস্থাকে সহজতর করে তুলেছে।
আরো পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ১০টি নিয়ম জেনে নিন
শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অতীত অবস্থা
অতীতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত বিশ্বের মত আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিলনা। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভৌত অবকাঠামোগত সুবিধা থেকে অনেক পিছিয়ে ছিল, তাছাড়া শিক্ষকরাও ততটা প্রশিক্ষিত ছিলনা। তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল । এখনো গ্রাম বাংলার প্রত্য অঞ্চলে যথেষ্ট সংখ্যক শিক্ষক দিয়ে স্কুল কলেজকে সমৃদ্ধ করা যায়নি। পাঠ্য পুস্তকের বিষয়সমুহ শিক্ষকগণ শ্রেণিকক্ষে যেভাবে উপস্থাপন করতো তাতে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়কে না বুঝেই আত্মস্থ করার চেষ্টা করতো। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুযোগ ও পরিবেশ না থাকায় এদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান ছিল পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গঠনে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়।
শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বর্তমান অবস্থা
বাংলাদেশে প্রযুক্তিগত শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ও ২০১২ সালে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। শিক্ষানীতিতে শিক্ষার সকল স্তরে তথ্য প্রযুক্তিকে সংযুক্ত করা হয়েছে। নিম্নে শিক্ষার স্তর ভিত্তিক বর্মান অবস্থান সম্বন্ধে আলোচনা করা হলো:
প্রাথমিক শিক্ষা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তর। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল, আনন্দময় , সহজবোধ্য ও শিক্ষাকেন্দ্রীক করে তোলার জন্য অন্যতম বিষয় হলো এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এজন্য প্রাথমিক শিক্ষা কন্টেন্টকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল পদ্ধতিতে রুপান্তরিত করা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোড কতৃক প্রণীত প্রাথমিক শিক্ষাক্রমের (প্রথম-পঞ্চম শ্রেণি) আলোকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ক ১৭টি বইয়ের ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কন্টেন্ট তৈরী করা হয়েছে।
পাঠ্যপুস্তকের ধারনাসমুহকে আরও সহজবোধ্য করতে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন ধরনের ছবি, চাট , ডায়াগ্রাম, অডিও, ভিডিও মাল্টিমিডিয়া উপকরণসমুহ সংযোগজন করে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, প্যাডাগোজি বিশেষজ্ঞ, কালার প্রোগ্রামিং এর দ্বারা সরাসরি অংশগ্রহন ও মতামতের ভিত্তিতে প্রতিটি অধ্যায়ে কাঙ্খিত শিখনফলের আলোকে এই ডিজিটাল কন্টেন্টসমুহ প্রস্তুুত করা হচ্ছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url